প্রচ্ছদ

ধনীদের মাত্র ২ ভাগ সম্পদে মিটবে বিশ্বের খাদ্য সংকট

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: অল্প কিছু অতি ধনী সাহায্য করলে বিশ্বের চলমান খাদ্য সংকট মেটানো সম্ভব। এসব ধনকুবের যদি তাদের সম্পদের সামান্য অংশ দান করেন, তাহলে বিশ্বের বহু মানুষের মুখে দু’মুঠো খাবার জুটবে। চাইলে অতি ধনীদের কোনো একজনের একবারের দানেই বিশ্বজুড়ে অনাহারে মৃত্যুর ঝুঁকিতে থাকা এসব মানুষ প্রাণে বাঁচবে। এক সাক্ষাৎকারে এমন দাবিই করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিসলি।

মঙ্গলবার সিএনএনের কানেক্ট দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড বলেন, ধনকুবেরদের এখনই একবারের জন্য হলেও এগিয়ে আসতে হবে। তিনি এ সময় মূলত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলার ইলন মাস্ক এবং দ্বিতীয় শীর্ষ ধনী অ্যামাজনের জেফ বেজোসের কথা বলেন।

আরো পড়ুন:

ধনী বৃদ্ধির হারে ১০ দেশের মধ্যে বাংলাদেশ প্রথম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *