প্রচ্ছদ

দ্রুত গতিতে এগোচ্ছে চীনের অর্থনীতি, তিন মাসে প্রবৃদ্ধি ১৮.৩%

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের চেয়ে চীনের অর্থনীতি বেড়েছে ১৮ দশমিক ৩ শতাংশ। ১৯৯২ সাল থেকে তিন মাস অন্তর এই প্রবৃদ্ধি হিসাব শুরু করে চীন। সে সময় থেকে এটিই চীনের প্রান্তিক হিসেবে সবচেয়ে বেশি বৃদ্ধি। আজ শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে দেশটির সরকারি পরিসংখ্যান। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অবশ্য এতটা বাড়লেও তা প্রত্যাশার চেয়ে কম। এর আগে রয়টার্সের অর্থনীতিবিদদের বিশ্লেষণে এ বৃদ্ধি ১৯ শতাংশ হবে বলে আশা করা হচ্ছিল। গত বছরের প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতি সংকুচিত হয়েছিল ৬ দশমিক ৮ শতাংশ। মূলত করোনার সংক্রমণ প্রতিরোধে নেওয়া ব্যাপক কর্মসূচির কারণে এ সংকোচন হয়েছিল।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস বলছে, ‘জাতীয় অর্থনীতি একটি ভালো সূচনা করেছে। আমাদের অবশ্যই সচেতন হতে হবে। কারণ, কোভিড-১৯ মহামারি এখনো বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি এখনো উচ্চতর অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্যে রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *