নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মো. গিয়াসউদ্দীন মিয়াকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরো বাড়তে পারে
উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, “রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১০ ধারা মতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: গিয়াসউদ্দীন মিয়াকে ভাইস চ্যান্সেলর পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ করা হলো”
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমান উপাচার্য গিয়াসউদ্দীন মিয়ার গতিশীল নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসহ গবেষণার মান আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ায় তাকে দ্বিতীয় মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১১ জুন বর্তমান মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকে এ আদেশ কার্যকর হবে।”