দ্বিতীয় টেস্টে দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশের
তাইজুল ইসলাম ও খালেদ আহমেদের ভালো বোলিংয়ের পরও প্রথম দিন ৫ উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টে দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশের। প্রোটিয়াদের রানের চাপ মাথায় নিয়ে টেস্টের প্রথম দিন শেষ করেছে।
ডারবান টেস্টে হারের ক্ষত এখনো তরতাজা। চার দিন লড়াইয়ে টিকে থেকেও পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকার সামনে স্রেফ উড়ে যায় বাংলাদেশ। ওই টেস্টের হাতাশা নিয়ে মাঠে নামা বাংলাদেশ পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন ভালোয়-মন্দে পার করল।