শিক্ষা ও সাহিত্য

দেড় বছর পর ঢাবিতে সশরীরে ক্লাস শুরু হচ্ছে রোববার

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: করোনা সংক্রমণের হার কমে আসায় আগামীকাল রোববার (১৭ অক্টোবর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আগামীকাল সকাল ১১টার দিকে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান শ্রেণিকক্ষ পরিদর্শন করবেন।

গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শিক্ষার্থী অন্তত ১ ডোজ টিকা নিয়েছেন তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস কার্যক্রমে অংশ নিতে পারবেন। সে ক্ষেত্রে তাদের ভ্যাকসিন কার্ড প্রদর্শন করতে হবে।

বিজ্ঞান অনুষদের ডিন আবদুস সামাদ সাংবাদিকদের বলেন, ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের সশরীরে ক্লাস শুরু হবে। তবে কোনো বিভাগে সশরীরে ক্লাস নেওয়া সম্ভব না হলে বা তারা কোনো সমস্যা দেখলে অনলাইনে ক্লাস নেবে। এর আগে ১৬ তারিখের মধ্যে সকল শিক্ষার্থীকে টিকা নিতে হবে। সশরীরে ক্লাস নেওয়ার ক্ষেত্রে যেসব বিভাগের শিক্ষার্থী কম, তারা স্বাস্থ্যবিধি মেনে একসাথে ক্লাসে অংশ নেবে। আর যেসব বিভাগে শিক্ষার্থী বেশি তাদের কয়েক শিফটে ক্লাস নিতে হবে, যেন স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় থাকে।

আরো পড়ুন:

৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হবে, থাকবে ভিন্নতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *