ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: আফগানিস্তানে চলমান অস্থিরতার জেরে দেশ ছেড়েছেন পপ-তারকা আরিয়ানা সাঈদ। তবে দেশ ছাড়লেও সংগীত চর্চা থামাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন আলোচিত এই শিল্পী। বর্তমান পরিস্থিতিতে দেশের বাইরেই গান-বাজনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
তালেবানরা কাবুল দখলের নেওয়ার সময় অনেকের সঙ্গে আমেরিকার উদ্ধারকারী বিমানে চেপে আফগানিস্তান ছাড়েন আরিয়ানা সাঈদ। এরপর দোহা পৌঁছে নিজের ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে লেখেন, “আমি ভালো আছি। দুটি নির্ঘুম রাতের পর আমি কাতারের দোহায় পৌঁছেছি। আপাতত অপেক্ষা পরের ফ্লাইটে ইস্তানবুলের বাড়িতে পৌঁছাবো।”
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ানা বলেন, “আফগানিস্তানের বাইরেও আমার অসংখ্য অনুরাগী আছে। আমি গান থামাব না। আফগানিস্তানের মানুষদের উৎসর্গ করেই সংগীত চর্চা চালিয়ে যাব আমি।”
বিগত দুই দশক ধরে আফগানিস্তানে নারী-স্বাধীনতা ও অধিকারের পক্ষে যারা সোচ্চার ছিলেন, তাদেরই অন্যতম আরিয়ানা সাঈদ।
বর্তমানে দেশছাড়া হলেও আফগানিস্তানের মানুষদের জন্য সোচ্চার থাকার প্রত্যয় জানিয়েছেন আরিয়ানা। তার কথায়, “আমি আমার বক্তব্য প্রচার করবই। আফগানিস্তান ও আফগানদের জন্য কাজ করে যাব।”