স্বাস্থ্য

দেশে ৯৮ শতাংশের বেশি করোনা রোগী সুস্থ হয়ে উঠছেন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম : দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের প্রায় ৯৮ শতাংশের বেশি রোগী সুস্থ হয়ে থাকে। করোনায় গড় মৃত্যুহার ১ দশমিক ৫৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অনেক রোগীর পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। সুস্থ হওয়ার বিষয়টি নির্ভর করে আক্রান্ত ব্যক্তি কতোটা অসুস্থ হয়ে পড়েছিলেন সেই মাত্রার ওপর। কিছু আক্রান্ত ব্যক্তির দ্রুতই উপশম হয় আবার কারো বেশ দীর্ঘসময় নানা ধরনের সমস্যা থাকে। এক্ষেত্রে বয়স, লিঙ্গ এবং অন্যান্য স্বাস্থ্যগত অবস্থা কভিড-১৯ রোগীর অসুস্থতার মাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু করোনায় মৃত্যুহার অনেক দিন ধরেই ১ দশমিক ৩০ শতাংশ থেকে ১ দশমিক ৫০ শতাংশের মধ্যে উঠানামা করছে।

এ বিষয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা অধ্যাপক ডা. মুস্তাক হোসেন ধূমকেতু ডটকমকে জানান, নানা প্রতিকূল অবস্থার মধ্যেও করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার হার বৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর প্রায় ৮ মাস করোনায় গড় মৃত্যুহার ১ শতাংশের নিচে ছিল। গত বছরের শেষ দিকে ধীরে ধীরে বেড়ে তা দেড় শতাংশে এসেছে। বর্তমান পরিসংখ্যানে করোনায় গড় মৃত্যুহার ১ দশমিক ৫৯ । অর্থাৎ  মোট আক্রান্তের ৯৮ দশমিক ৪১ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে উঠছেন।

স্বাস্থ্য অধিফতর জানায়,  চলতি বছরের জানুয়ারীতে মোট আক্রান্ত ২১ হাজার ৬২৯ জন এবং  সুস্থ হয়েছেন ২২ হাজার ২৮৫ জন। ফেব্রুয়ারীতে শনাক্ত হয়েছেন  ১১ হাজার ৭৭ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৮০ জন। মার্চ মাসে আক্রান্ত ৬৫ হাজার ৭৯ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন, এপ্রিলে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ১৩৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩৭ জন। মে মাসে মোট আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৪০৮ জন এবং সুস্থতা লাভ করেন ৫৮ হাজার ৯৪৬ জন। এভাবে জুন মাসে মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৭১৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৮৭৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *