নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর ৮৬ শতাংশ স্মার্টফোন ব্যবহার করেন। তাদের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন ৭২ শতাংশের বেশি। বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের কর্মমুখী শিক্ষায় যুবদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন’ শীর্ষক এক অনুষ্ঠানে এই জরিপের এই ফল প্রকাশ করা হয়।
জরিপের তথ্য অনুযায়ী, মাত্র ২৮ শতাংশ তরুণ কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধান করেন।
ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থানের বিষয়ে তরুণদের ধারণা শীর্ষক একটি জপির পরিচালনা করেছে। জরিপে দেখা গেছে, ৬৫ শতাংশ অংশগ্রহণকারী তরুণ ফেসবুককে জনসচেতনতা বৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকর ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে মনে করেন।