উন্নয়ন

দেশে পৌঁছালো মেট্রোরেলের আরো ৪টি ইঞ্জিন ও ৮টি বগি

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: মেট্রোরেলের আরও একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আজ শনিবার (২ অক্টোবর) ৮টি বগি ও চারটি ইঞ্জিনের দুই সেট কোচ নিয়ে সকাল সাড়ে ১০টায় বন্দরে নোঙ্গর করে থাইল্যান্ড পতাকাবাহী জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’।

গত ১৪ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও আরও ৩২টি প্যাকেজের সরঞ্জামও এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে চারটি বিদেশি জাহাজে সর্বমোট ৩৪টি মেট্রোরেলের বগি মোংলা বন্দরে এসে পৌঁছায়। এসব বগি সংযোজন হয়ে ইতোমধ্যে বাস্তবে রূপ নিয়েছে। গত ২৯ আগষ্ট উত্তরা থেকে পল্লবী পর্যন্ত স্বপ্নের মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়।

আরো পড়ুন:

যশোর বিমানবন্দর হবে আন্তর্জাতিক বিমানবন্দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *