প্রচ্ছদ

দেশে খাদ্যের কোনো অভাব নেই: হুইপ

দিনাজপুর প্রতিনিধি, ধূমকেতু ডটকম: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে উল্লেখ করে বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশের অসহায় ও দরিদ্র মানুষ যেন কষ্ট বুঝতে না পারে সেজন্য বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। দেশে খাদ্যের কোনো অভাব নেই।”

আরও পড়ুন: মানবতার বাজারে অর্ধেক দামে কিংবা বিনামূল্যে পণ্য পাচ্ছেন অসহায় মানুষ

আজ বৃহস্পতিবার দিনাজপুর শহরের পুলহাটস্থ রুপম মোড়ে ভ্যান চালকসহ অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, আওয়ামী লীগ নেতা এসএম জাকারিয়া, এড. জাকির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *