জাতীয়সর্বশেষ

দেশে করোনায় আরও ৮৬ জনের মৃত্যু

দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে (গত ২৪ ঘণ্টায়) ৮৬ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ৯৪ জন।

এ নিয়ে দেশে টানা চতুর্থদিন করোনায় ১০০ জনের কম মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হলো ২৬ হাজার ১৯৫ জনের।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৫৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬১৮ জনে।

গত ২৪ ঘণ্টায় মোট ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৯৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *