করোনায় দেশে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে (গত ২৪ ঘণ্টায়) ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৫ হাজার ২৮২ জনের।
রোববার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার ১২০ জনের মৃত্যু হয়েছিল।
একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮০৪ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনে।
/জেড এইচ