স্বাস্থ্য

দেশে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: চীনের সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ২২ সেপ্টেম্বর (বুধবার) দিনগত রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।  বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা আবু জাহের।

এ নিয়ে দেশে চীনের সিনোফার্মের মোট ৩ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ডোজ টিকা এলো। এর মধ্যে দেওয়া হয়েছে ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ। আর নতুন করে আসা ৫০ লাখসহ টিকা মজুত আছে ১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৩৫২ ডোজ।

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেল বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *