রাজনীতি

দেশে আসার সৎ সাহস নেই তারেকের: কাদের

দুর্নীতি ও ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার সৎ সাহস নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না।
ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন এবং জনতার ঢল নামার ব্যাপারে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, দেশের মানুষ দেখতে চায় পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক, তারপর দেখা যাবে বিএনপির মরা গাঙে ঢেউ আসে কি না।
তারেক জিয়া দেশে আসবে কোন বছর- এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই বছর না ওই বছর,- দেখতে দেখতে ১৩ বছর চলে গেলো।
গত কয়েক বছর ধরে গণঅভ্যুত্থান, মুক্ত খালেদার চেয়ে বন্দী খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়, আওয়ামী লীগ ৩০টি আসনও পায় না-বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন এসব বক্তব্যে কী হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।
তিনি বলেন, আসলে কথামালার চাতুরি দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।
পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের ভাতকুড়া ( করোটিয়া)-বাসাইল-সখিপুর সড়কের ওপর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *