প্রচ্ছদ

দেবীদ্বারে ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ অক্সিজেন সার্ভিস’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: কুমিল্লার দেবীদ্বারে কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অর্থায়নে ৩০টি সিলিন্ডার নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ অক্সিজেন সার্ভিস’ উদ্বোধন করা হয়েছে।

গত সোমবার দেবীদ্বার পুরাতন বাজারে অক্সিজেন সার্ভিস উদ্বোধন করেন দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ সাইফ উদ্দিন রনী ও দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ’ এর সমন্বয়ক মোঃ সাদ্দাম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাংবাদিক মাহমুদুল হাসান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী কাউসার, সহ-সভাপতি মোঃ বাসির মোল্লা, মোঃ সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল আলম, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মাসুদ, মোঃ সজিব, মোঃ রুবেল হোসেনসহ আরো অনেকে।


হ্যালো স্বেচ্ছাসেবকলীগ টিমের সমন্বয়ক মো. সাদ্দাম হোসেন জানান, দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর অর্থায়নে ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আপাতত ৩০টি সিলিন্ডার দিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। চারদিক থেকে প্রচুর ফোন আসছে। অক্সিজেনের হাহাকার দেখেছি নিজের চোখে। আমরা ফোন পাওয়ার সাথে সাথে ঠিকানা জেনে যত দ্রুত সম্ভব অক্সিজেন পৌঁছে দিচ্ছি। আমাদের রয়েছে ৫১ জন স্বেচ্ছাসেবী সদস্য। যারা দিনরাত পরিশ্রম করছেন। অক্সিজেন সিলিন্ডার খালি হলে তা সংগ্রহ করা, খালি সিলিন্ডার রিফিল করা, ফোন কল রিসিভ করা, বাড়ি বাড়ি পৌঁছে দেয়াসহ প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সদস্য রয়েছেন। আমরা এ পর্যন্ত প্রায় অর্ধশত মানুষকে এ সেবার আওতায় এনেছি। অক্সিজেনের অভাবে যাতে কোনো মানুষ মৃত্যুর কোলে ঢলে না পড়েন সেদিকে শতভাগ খেয়াল রাখছি। এ জন্য জরুরি প্রয়োজনে একটি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে, যা দিনরাত ২৪ ঘণ্টা সচল থাকবে। নম্বরটি হলো ০১৩০৩০৫৯৪০৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *