বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সুখবর ডটকম: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক নিয়মে মানুষের দৃষ্টিশক্তি কমে আসে। অনেক সময় চোখের সমস্যায় অনেক সময় তাঁরা লক্ষ্যবস্তু ঝাপসা দেখেন কিংবা কখনও সখনও কোনো বস্তুর উপস্থিতি তাৎক্ষণিক চোখে ধরা পড়ে না। এ সমস্যা সমাধানে সেলিকো এনেছে আর্জেস গ্লাস। স্যামসাংয়ের অর্থায়নে দক্ষিণ-কোরিয়ান স্টার্টআপ সেলিকো বিশেষায়িত এ চশমা তৈরি করেছে।
এ চশমায় যুক্ত করেছে ক্ষুদ্রাকৃতির ফোর কে ক্যামেরা; যা চোখের সামনের যে কোনো বস্তুকে ধারণ করে স্পষ্টভাবে উপস্থাপন করে। এ ক্যামেরার মাধ্যমে মূলত লাইভ ভিডিও আকার দৃশ্যবস্তু ব্যবহারকারীর চোখে ধরা পড়ে। ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি জুমও করা যাবে।
এম এইচ/ আই. কে. জে/
আরও পড়ুন: