প্রচ্ছদ

দূরপাল্লার বাস-ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস ও ট্রেন ছেড়ে যাচ্ছে। ভোর থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস ও ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। সোমবার (২৪ মে) সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন; সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার। ট্রেনের ভেতরে যাত্রীরা পাশাপাশি আসন ফাঁকা রেখে বসেছেন। অর্ধেক আসন ফাঁকা রাখার পরেও অধিকাংশ আসন ফাঁকা দেখা গেছে। সকাল ৯টায় ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

আরও পড়ুন: দেশে খাদ্যের কোনো অভাব নেই: হুইপ

এর আগে ভোরে ঝারিয়া ঝাঞ্জাইলের উদ্দেশে বলাকা কমিউটার, সাড়ে ৬টায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস, সকাল পৌনে ৮টায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ছেড়ে যায়।

চট্টগ্রামের যাত্রী সিরাজুল ইসলাম বলেন, ‘দূরপাল্লার বাস আসছে শুনে সায়েদাবাদ এসেছি। এখান থেকে যেসব বাস যাবে যেকোনও একটি করে বাড়িতে যাওয়ার আশা রয়েছে।’

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে রেল চলছে। ট্রেন স্যানিটাইজ করা হয়েছে। যাত্রীদের জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। সকাল থেকে ৪টি ট্রেন ছেড়ে গেছে। সবগুলোতেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।’

চলছে দূরপাল্লার বাস
সায়েদাবাদ টার্মিনাল থেকে বেশ কয়েকটি বাস ছেড়ে গেছে। কাউন্টার ম্যানেজারেরা জানিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস ছাড়ছেন। হিমাচল পরিবহনের ম্যানেজার শামসুল ইসলাম বলেন, ‘সরকার নির্ধারিত ৬০ শতাংশ ভাড়া বেশি নিয়ে অর্ধেক আসন ফাঁকা রেখে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস ঢাকা ছাড়ছে।’

গাবতলী বাস টার্মিনালের চিত্রও একই। সেখান থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন বাস ছেড়ে যাচ্ছে। যাত্রীরা অর্ধেক আসন ফাঁকা রেখে বাসে যাত্রা করছেন। তবে অন্যান্য দিনের চেয়ে যাত্রী সংখ্যা অনেক কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *