প্রচ্ছদ

দুর্গাপুরে শিক্ষার্থীদের খাতা-কলম দিলেন রিকশাচালক তারা মিয়া

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন ‘মানবতার ফেরিওয়ালা’ নামে খ্যাত রিকশাচালক তারা মিয়া। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ধরে রাখার জন্য শনিবার বিকেলে আদিবাসী অধ্যুষিত দেবথৈল গ্রামের শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

রিকশা চালিয়ে উপার্জিত টাকার অর্ধেক অংশ দিয়ে দীর্ঘদিন ধরেই এ কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। তবে করোনার জন্য প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় কিছুটা বাধা পড়লেও থেমে নেই তার কার্যক্রম।

এ সময় শিক্ষাসামগ্রী নিয়ে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন তারা মিয়া। শিক্ষার্থীকে সংক্রমণ থেকে দূরে রাখতে মাস্ক পরিয়ে তার কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও নৈতিক শিক্ষা এবং করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন।

এর আগে স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের গরম থেকে রক্ষার জন্য একটি সিলিং ফ্যান ও থেলাধূলার জন্য ফুটবল বিতরণ করেন তিনি।

যাত্রী নিয়ে বিভিন্ন স্থানে ছুটে বেড়ানোর সময় রাস্তায় রিকশা থামিয়ে মাস্কবিহীন মানুষদের মধ্যে নিজের কষ্টের টাকায় কেনা মাস্ক বিতরণ করে চলেছেন প্রতিনিয়ত।

বিগত আট বছর ধরে উপজেলার ৪০টিরও বেশি মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা তারা মিয়া।

তারা মিয়া জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি বেশ আগ্রহ ছিল তার। কিন্তু টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি। এখন তিনি টাকা রোজগার করলেও পড়ালেখার বয়স নেই। যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের মধ্যে বই, খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করেন তিনি।

তারা মিয়া বলেন, তাদের মধ্যে এগুলো বিতরণ করতে আমার ভালো লাগে। আমি চাই না কোনো শিক্ষার্থীর টাকার অভাবে পড়াশোনা বন্ধ হোক। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় শিক্ষার্থীদের পাশে থাকতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *