ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: এশিয়ার সর্ববৃহৎ এ মলে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ বৃদ্ধি, সার্বিক নিরাপত্তা ও প্রবাসীদের কল্যাণে কাজ করবে এ বিজনেস অ্যাসোসিয়েশন।
সংযুত আরব আমিরাতের দুবাইয়ের ড্রাগন মার্ট এশিয়ার বৃহত্তম শপিংমল হিসেবে পরিচিত। এ শপিংমলে ব্যবসা করেন বাংলাদেশের প্রায় চার হাজার ব্যবসায়ী। এখানে ব্যবসায়ীদের মধ্যে ৭৫ ভাগই বাংলাদেশি। এখানকার ব্যবসায়ীরা এত দিন বিচ্ছিন্নভাবে থাকলেও এবার ঐক্যবদ্ধভাবে গঠন করলেন বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ড্রাগন মার্ট।
অ্যাসোসিয়েশনের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সরকারি নিবন্ধনের জন্য প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উদ্যোক্তা ব্যবসায়ীরা। সংগঠনের কার্যক্রম গতিশীল হলে বাংলাদেশি বিনিয়োগকারীরা ড্রাগন মার্টে সহজে বিনিয়োগ করতে পারবেন বলে জানান তারা।
এ বিজনেস অ্যাসোসিয়েশন বিনিয়োগকারীদের সহায়তার পাশাপাশি, সংগঠনের কোনো ব্যবসায়ী যেন ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন না হন সে বিষয়েও কাজ করে যাবেন। পাশাপাশি প্রবাসীদেরও নানা বিষয়ে সহায়তা দেবে সংগঠনটি ।
আরো পড়ুন: