স্বাস্থ্য

দুদিনে দেওয়া হলো ৮০ লাখ ৯৩ হাজার টিকা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: গত দুদিনে সারাদেশে ৮০ লাখের বেশি করোনার টিকা দেওয়া হয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার।  ঘোষণা ছিল, লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত বিশেষ এই গণটিকা কার্যক্রম চলবে।  সে অনুযায়ী, গত দুদিনে সবমিলিয়ে দেওয়া হয়েছে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ ডোজ টিকা।

বুধবার দিবাগত রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ এবং পরেরদিন বুধবার দেওয়া হয়েছে ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ।

বুধবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১১ লাখ ৮৬ হাজার ৯৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৫১ জনকে।

এই দুদিনে দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ।  এই মুহূর্তে টিকা মজুত আছে ৭৬ লাখ ১১ হাজার ৮৪ ডোজ।  আর টিকা নেওয়ার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৭৮ জন।

আরো পড়ুন:

সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন কমাতে পারে হৃদরোগের ঝুঁকি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *