শিল্প ও বাণিজ্য

দুই মাস পর তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনা ভাইরাস সংক্রমণ রোধে টানা ২ মাস ৯ দিন বন্ধ থাকার পর তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) দুপুর থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে পুনরায় দু’দেশের মধ্যে এ আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।

এদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পাঁচটি পাথর বোঝাই ট্রাক ও একটি আদাবোঝাই ট্রাক ভারত থেকে বাংলাদেশে এসেছে। আমদানি-রপ্তানি শুরু হওয়ায় তামাবিল বন্দর এলাকায় বেড়েছে ব্যস্ততা। এছাড়া করোনার কারণে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে ভারতে। 

সিলেটের বৃহৎ তামাবিল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি চালু হওয়ায় তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আজ বুধবার (৭ জুলাই) সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে বলে তামাবিল ব্যবসায়ী সংগঠনের নেতারা জানিয়েছেন।

তামাবিল কাস্টমস সূত্র জানায়, দেশে চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তামাবিল স্থলবন্দরের কার্যক্রম সচল থাকলেও ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ২৬ এপ্রিল মেঘালয়জুড়ে ‘লকডাউন’ ঘোষণা করে রাজ্য সরকার। ফলে এর পর থেকে ডাউকি স্থলবন্দরের পাশাপাশি সব স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় ভারত সরকার। এ কারণে দুই মাসেরও বেশি সময় ধরে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দর দিয়ে চুনা পাথর, পাথর, কয়লা ও কাঁচামাল পণ্য তামাবিল স্থলবন্দরে প্রবেশ করেনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *