প্রচ্ছদ

দুই বছর পর্যালোচনার পর পাকিস্তানের জিএসপি বিষয়ে সিদ্ধান্ত নেবে ইইউ

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০২০ এবং ২০২১ সালের রপ্তানিতে গত দুই বছরে পাকিস্তানের পারফরম্যান্স পর্যালোচনা করার পর ২০২৪ সালের জন্য জেনারালাইজড স্কিম অফ প্রেফারেন্স প্লাস (জিএসপি) মর্যাদা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ব্লুমসের এক প্রতিবেদনে জানা যায়, লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) পাকিস্তানে কর্মরত ইইউ রাষ্ট্রদূত অ্যান্ড্রুয়ালা কামিনারা জানান, সর্বশেষ দুই বছর (২০১৮-১৯) সালের রিপোর্ট ২০২০ সালের ফেব্রুয়ারিতে ইস্যু করা হয়েছিল। এই প্রতিবেদন পর্যালোচনা করার পর ১ জানুয়ারি, ২০২৪ থেকে পাকিস্তানে এই মর্যাদা বাড়ানোর বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে।

ইউরোপীয় ইউনিয়নের জেনারেলাইজড স্কিম অফ প্রেফারেন্সের সুবিধা উপভোগকারী অন্যতম দেশ পাকিস্তান। ২০১৪ সাল থেকে দেশটি সব ধরনের পণ্যের দুই-তৃতীয়াংশের উপর শুল্ক প্রত্যাহার উপভোগ করে আসছে।

আরো পড়ুন:

আইএসআই প্রধান পদে প্রার্থীদের সাক্ষাৎকার নিবেন ইমরান খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *