ক্যারিয়ার প্রতিবেদক, ধূমকেতু ডটকম: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন (স্পারসো) প্রতিষ্ঠানে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে দুই পদে লোকবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
পদের নাম : জুনিয়র ইঞ্জিনিয়ার (গ্রেড ১১)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাসসহ প্রথম শ্রেণির ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন: ১২৫০০/- থেকে ৩০২৩০/-
পদের নাম : অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট-কাম-টাইপিস্ট (গ্রেড ১৪)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা।
বেতন: ১০২০০/- থেকে ২৪৬৮০/-
এতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়ই।
বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২১ সালের ২৯ জুলাই তারিখ হিসাবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে; প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://sparrso.teletalk.com.bd/admitcard/index.php-এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৮ আগস্ট থেকে।
আবেদনের শেষ সময়: আগ্রহীরা আগামী ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।