জাতীয়

দুই ডোজ টিকা পেয়েছেন এক কোটি ৯৪ লাখ মানুষ


দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ১৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৫৯৩ জন। আজ সোমবার (১৮ অক্টোবর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৯০৩ ডোজ টিকা। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানো হয়, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এরমধ্যে ৫ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৭৮১ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ১ কোটি ১৩ লাখ ৩১ হাজার ৬৩৬ ডোজ।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫২ হাজার ৯৫৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৬৪ জনকে। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৩ হাজার ৮৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫৯ জনকে।
এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮৬ হাজার ৭৭৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ৩২ হাজার ৩৬২ জন। আজ কাউকে মডার্নার টিকা দেওয়া হয়নি। এখন পর্যন্ত টিকার নিবন্ধন করেছেন ৫ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ১৩৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *