দুই অতিরিক্ত সচিবের দফতর বদল করেছে সরকার। সোমবার (১৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এরমধ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির ম্যানেজার (অতিরিক্ত সচিব) মো. ফারুক আহমেদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব রণজিত কুমার দাসকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
অন্যদিকে, আরেক আদেশে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার এবনে রাব্বানী মোহাম্মদ গোলাম ফারুকের চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রিন্সিপাল ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর (পিএফওআই) করা হয়েছে।