বিনোদনশোবিজ

দীপিকা কার উদ্দেশে লিখলেন ‘তোমার জন্য মরতে পারি’!

বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এক ছাদের নীচে উপস্থিত হয় প্রায় গোটা বলিউড। শুধু হিন্দি সিনেমার তারকারা নয়, সুপার মডেল জিজি হাদিদ, মেইসি উইলিয়ামস, টম হল্যান্ডের মতো একাধিক হলিউড তারকা উপস্থিত ছিলেন।

তাদের সবার মধ্যে অনেকেরই নজর কেড়েছেন একজন। যাকে দেখা মাত্র ‘মরতে পারি’ লিখলেন দীপিকা পাড়ুকোন।

বেশ অনেক দিন ধরেই বলিউডে গুঞ্জন চলছে যে, ফাটল ধরেছে নাকি দীপিকা-রণবীরের সম্পর্কে। তবে অনুরাগীদের আশ্বস্ত করে রণবীরের হাতে হাত রেখেই অনুষ্ঠানকক্ষে প্রবেশ করলেন দীপিকা পাড়ুকোন।

হাসিমুখে পোজ দিলেন আলোকচিত্রীদের। এক কথায় চেনা ছন্দে ধরা দিলেন এই তারকা জুটি। তবু যাকে দেখে হৃদ্স্পন্দন বেড়েছে তিনি হলেন শাহরুখ খান।

কালো স্যুট। সেই স্যুটের গা জুড়ে চকচকে স্ট্রাইপ। সঙ্গে পরেছেন ভি গলা শার্ট। গলায় সোনার চেন। বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ বলেন, তার পছন্দের রং কালো। কোনো বিশেষ অনুষ্ঠান হলেই পছন্দের কালো রঙের পোশাকই বাছাই করেন শাহরুখ।

শাহরুখের এই ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন। সেই ছবি দেখেই দীপিকা জানান, ‘‘মরতে পারি।’’ শাহরুখের সহ-অভিনেত্রী মাহিরা খান লেখেন, ‘পূজা, এমনটা কেউ করে?’

এসি/আইকেজে 

আরো পড়ুন:

স্বামী নিককে নিয়ে হঠাৎ মুম্বইয়ে কেন প্রিয়ঙ্কা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *