আন্তর্জাতিক ডেস্ক, ধূমকেতু বাংলা: দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার নিযুক্ত হচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক। মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ বছর মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন দুই প্রধানমন্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিল্লি বিশ্ববিদ্যালয় ও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের মধ্যে ১২ জুলাই বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার জন্য সমঝোতা স্মারক সই হয়।
শহীদুল হক ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
আরো পড়ুন: