আন্তর্জাতিক

দিল্লির দূষণ কমাতে বাড়ি থেকে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টের


ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণ কমাতে সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের ব্যবস্থা করতে কেন্দ্র ও দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
দিল্লি এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকায় পরিস্থিতি সামলাতে স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস নেওয়া এবং সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখাসহ সরকারি দপ্তরগুলোর কাজ বাসা থেকে করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শনিবারের ওই নির্দেশের পরই সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ এলো। নগরীর এক অধিবাসীর পিটিশন বিবেচনায় নিয়ে তিন বিচারকের প্যানেলের প্রধান বিচারপতি এনভি রমানা বলেন, ‘আমরা কেন্দ্র এবং দিল্লি সরকারকে কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলার নির্দেশ দিচ্ছি।’
গত সপ্তাহে দীপাবলি উৎসবের পর থেকে দিল্লি ও আশপাশের গুরগাও, নয়ডা ও গাজিয়াবাদে সাত দিনেরও বেশি সময় ধরে দূষিত বায়ুর একটি চাদরে ঢাকা পড়ায় দম বন্ধ অবস্থা বিরাজ করছে।
দিল্লি, হরিয়ানা ও উত্তর প্রদেশ সরকারের জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দীপাবলির আগে, দীপাবলির দিন ও পরে ওই এলাকাগুলোতে হাজার হাজার বাজি পোড়ানো হয়, ফলে ভারতের এই রাজধানীতে দূষণের মাত্রা ভয়াবহ খারাপ স্তরে চলে যায়।

সামগ্রিকভাবে দিল্লির একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বায়ু মানের সূচক) সোমবার দাঁড়িয়েছে ৩৪৩- তে, যা ‘খুবই খারাপ’ বায়ুমান ক্যাটাগরি।
একিউআই রিডিং ৪০০ বেশিকে ‘গুরুতর’ বা ‘বিপজ্জনক’ বলে বিবেচনা করা হয়। পিএম শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে, ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। ৫১ থেকে ১০০-র মধ্যে থাকলে ‘মোটামুটি গ্রহণযোগ্য’ ধরা হয়।
অবিলম্বে দুষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করতে জরুরি বৈঠক ডাকার জন্য কেন্দ্রীয় সরকারকেও নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *