উন্নয়ন

দিল্লিতে মেট্রোরেল কর্মীদের প্রশিক্ষণ চলছে

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা:  ঢাকা মেট্রোরেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।

পূর্ব দিল্লিতে দিল্লি মেট্রোরেল একাডেমির শাস্ত্রী পার্ক ডিপোতে গত ১৪ অক্টোবর থেকে এই প্রশিক্ষণ শুরু হয়।

ঢাকা মেট্রোরেল এবং দিল্লি মেট্রোরেলের মধ্যে একটি সমঝোতা চুক্তির আওতায় পরিচালনা বিভাগের ১৯ জন এবং রোলিং স্টক বিভাগের ১৭ জন এতে অংশ নিচ্ছেন।

১৬৩ জন কর্মকর্তা-কর্মচারী এতে প্রশিক্ষণ নেবেন বলে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়। ২৪ দিন থেকে ১৫৬ দিন পর্যন্ত প্রশিক্ষণের মেয়াদকালীন প্রশিক্ষণার্থীরা ক্লাসরুমে ব্যবহারিক নানা দিক প্রশিক্ষণ নেবেন।

ঢাকার যানজট কমাতে ২০২২ সালে মেট্রোরেলের প্রথম রুটে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। এমআরটি-৬ নামে এই প্রকল্পটি মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ হবে। যার পুরো অংশের কাজ চলমান রয়েছে।

আরো পড়ুন:

একনেকে ৬,৫৫১ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *