দেশের ফুটবল কাঠামোর প্রতি অসন্তোষ জানিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। রোববার (১৬ জুলাই) ঢাকা ছাড়ার কথা রয়েছে ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এই টেকনিক্যাল ডিরেক্টরের।

শনিবার (১৫ জুলাই) সকালে তার আবাসিক হোটেলে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন তিনি।

এদিকে পল এখন বাফুফে শিবির ছাড়লেও মাস দুয়েক আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন, কাজের পরিবেশ নেই বলে পল স্মলি থাকতে চায় না।

এরপর থেকেই তাকে রাখার জন্য নানান চেষ্টা করেছে বাফুফে। এ নিয়ে একাধিক বৈঠক হলেও গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেন পল। এরপর আজ (১৫ জুলাই) তিনি নিজেই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

তবে আগামী বছরের আগস্ট পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি ছিল পলের। এক বছর আগেই দায়িত্ব ছাড়ার বিষয়ে পলের ভাষ্য, আমি গত প্রায় দেড় মাস যাবত সভাপতির সঙ্গে আলোচনা করছিলাম। কিছু বিষয় পরিবর্তনের জন্য। তিনি আমার পয়েন্টগুলো যৌক্তিক বললেও এটি স্থায়ীভাবে করতে সময় চেয়েছিলেন। সেই বিষয়গুলো পরিবর্তন না হওয়ায় আমি চলে যাচ্ছি।

পল আরও যোগ করেন, আমি কখনোই বর্তমান চুক্তির চেয়ে অতিরিক্ত অর্থ দাবি করিনি। কাজের পরিবেশ ও ব্যাপকতা নিয়েই আলোচনা হয়েছে গত দেড় মাস। বাফুফের বিভাগগুলো পূর্ণগঠন করা প্রয়োজন। বিশেষ করে আমার টেকনিক্যাল বিভাগে আরও বিশেষজ্ঞ লোক দরকার। সেখানে মাত্র দুইজন এক্সিকিউটিভ। ফিন্যান্স বিভাগও জোরদার করা প্রয়োজন।

বাফুফের ছাড়ার অন্যতম কারণ হিসেবে তার (পল) দাবি, ফিফা ৫০ পাতার একটি বিশাল রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে কারা কারা যুক্ত সবই বর্ণনা রয়েছে। ফিফা যে প্রতিষ্ঠানে অনিয়ম-অসঙ্গতি রয়েছে, সেই প্রতিষ্ঠানের সঙ্গে আমি থাকতে পারি না। ফিফার রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে, কোনো চারজন জড়িত। বাফুফে তাদের বিপক্ষে এখনও ব্যবস্থা নিতে পারেনি।

উল্লেখ্য, ২০১৬ সালে টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টর হিসেবে বাফুফেতে যোগ দিয়েছিলেন পল। এরপর ২০১৯ সালে লাল-সবুজের প্রতিনিধিদের ছেড়ে যান তিনি। তবে কাজী সালাউদ্দিন পুনরায় বাফুফে সভাপতি নির্বাচিত হলে ২০২০ সালে টেকনিক্যাল ডাইরেক্টরের দায়িত্ব নেন পল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *