ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: ফিলিপাইনের প্রতিরক্ষা প্রধান জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরের একটি উপহৃদে অবস্থানকারী ফিলিপাইনি সৈনিকদের জন্য রিসাপ্লাই জাহাজ পাঠানো হবে। গত সপ্তাহে পাঠানো সাপ্লাই জাহাজকে বাধা দিয়েছিল চীনা কোস্টগার্ড। রবিবার (২১ নভেম্বর) এসব জানিয়েছেন বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা সচিব ডেলফিন লোরেনজানা জানিয়েছেন, তিনি ফিলিপাইন-অধিকৃত দ্বিতীয় থমাস শোলে পুনরায় সরবরাহকারী জাহাজগুলো ফেরত পাঠানোর জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এবার চীন হস্তক্ষেপ করবে না।
বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দুটি ফিলিপাইনি সাপ্লাই বোটের ওপর জলকামান ছুড়েছে তিনটি চীনা কোস্টগার্ড জাহাজ। বৃহস্পতিবার ঘটে এ ঘটনা। পরে জাহাজ দুটি সাপ্লাই না দিয়ে ফেরত আসতে বাধ্য হয়।
আরো পড়ুন:
হাইতিতে অপহৃত দুই মার্কিন মিশনারির মুক্তি