আন্তর্জাতিকসর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ২৮



দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী একটি দোতলা বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জন নারী, পাঁচজন শিশু ও তিনজন পুরুষ।

এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এসএবিসি নিউজ।

দেশটির প্রাদেশিক পরিবহন দপ্তর সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, সোমবার বাসটি ৬০ জনের মতো যাত্রী নিয়ে কেপটাউন থেকে মথাথা নামক এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে ইস্টার্নকেপ এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়।

দেশটির পরিবহন দপ্তরের প্রাদেশিক মুখপাত্র উনাথি বিনকোস বলেন, ‘ভয়াবহ এ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্বজন ও প্রিয়জন হারানোদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মৃতদের শনাক্ত করতে পরিবারের সহযোগিতা চাচ্ছি। শনাক্ত হলেই মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে।’

A total of 28 people died and several others sustained injuries when a bus overturned at the Kei Cuttings, between East London and Butterworth early this evening… #sabcnews

?@DoT Eastern Cape pic.twitter.com/rVqgxiNtsI

— Somkhulu? (@PhindiweNdamase) August 16, 2021

তিনি জানান, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পূর্ব লন্ডনের হাসপাতালে পাঠানো হয়েছে।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *