প্রচ্ছদ

থাই রাজার মাথায় পৃথিবীর সবচেয়ে দামি হীরা

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: থাইল্যান্ডের চকরি রাজবংশের দশম রাজা মাহা ভাজিরালংকর্ন। তিনি যে মুকুট ব্যবহার করেন সেটি পৃথিবীর সবচেয়ে দামি ডায়মন্ড দিয়ে তৈরি।বিলাসবহুল জীবনযাপনে বিশ্বজুড়ে খ্যাতি তার। এই মুকুটটিতে যে হীরা ব্যবহার করা হয়েছে, সেটি পৃথিবীর সবচেয়ে দামি ডায়মন্ড।

৫৪৬ দশমিক ছয় সাত ক্যারেটের ব্রাউন ডায়মন্ড দিয়ে তৈরি থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের এই মুকুট। মুকুটটি রাজার ব্যবহারের বাইরে সবসময় কঠোর নজরদারিতে রাখা হয় থাই রাজপ্রাসাদে। ভাজিরালংকর্নকে যে রাজকীয় সম্পদের মালিকানা দেওয়া হয়েছে, তার আনুমানিক মূল্য প্রায় ৪৩ বিলিয়ন ডলারেরও বেশি।

আরো পড়ুন:

লাঠিতে ভর করে জনসম্মুখে এলেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *