ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: মহামারিতেও গত বছর তুরস্কের মোট রপ্তানি হয়েছে ১৭ হাজার কোটি ডলার। দেশটির শীর্ষ ১০ রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিই গাড়ি নির্মাণ শিল্পপ্রতিষ্ঠান।
সম্প্রতি টার্কিশ এক্সপোর্টার্স অ্যাসেম্বলির (টিআইএম) এক প্রতিবেদনে জানা গেছে, ২০২০ সালে তুরস্কের সর্বোচ্চ রপ্তানিকারক কোম্পানি ছিল ফোর্ড। তারপরই রয়েছে টয়োটা ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং টার্কি ও ওইয়াক রেনোঁ। শীর্ষ ১০ রপ্তানিকারকের তালিকায় রয়েছে ভেস্তেল ও আর্চলিকের মতো প্রধান অ্যাপ্লায়েন্স তৈরিকারক কোম্পানি।
টিআইএমের প্রেসিডেন্ট ইসমাইল গুলে জানান, ২০১৯ সালে রেকর্ড ১৮ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে তুরস্ক। চলতি বছরে ২১ হাজার কোটি ডলার রপ্তানির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে দেশটি। ২০২৬ সাল নাগাদ তাদের রপ্তানি ৩০ হাজার কোটি ডলার ছাড়াবে বলে আশাবাদ গুলের।
এছাড়াও পরিষেবা খাতের রপ্তানি আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বেড়ে ২ হাজার ৪৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে। পরিষেবা খাতের রপ্তানি ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
আরো পড়ুন: