তুমি আছো তাই
খোকন কুমার রায় :
তুমি আছো তাই আমি উড়ে যাই
মুক্তনীল আকাশে
তুমি আছো তাই গলা খুলে গাই
তোমার মনের কার্নিশে
তুমি আছো তাই ক্রমে মিশে যাই
লাখো মানুষের ভিড়ে
তুমি আছো তাই স্বপ্ন বিলাই
বিষন্ন এ শহরে।
তুমি আছো তাই জুটছে আহার
ধুঁকছে না অনাহারে
তুমি আছো তাই আলো খুঁজে পাই
ভীষণ অন্ধকারে।
তুমি আছো তাই ভালোবেসে যাই
দুঃখ স্মৃতি ভুলে।
তুমি আছো তাই নিজেকে ডোবাই
বিষাদ অশ্রু অতলে।
তুমি আছো তাই আবার হারাই
ভিষণ খামখেয়ালে
তুমি আছো বলে কাঁদতে পারি
অবসাদে প্রাণ খুলে।