মাতৃভূমি

কাজে ফিরেছেন বরিশাল সিটির পরিচ্ছন্নতা কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: অবশেষে কাজে ফিরেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। তিনদিন পর গতকাল শ‌নিবার (২১ আগস্ট) রাত ৮টার দি‌কে নগরীর বর্জ্য অপসারণ ও পরিবহন কার্যক্রম শুরু করেন তারা।

বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুরোধের এক ঘণ্টার পর কাজে ফেরেন পরিচ্ছন্নতাকর্মীরা। রাতের ম‌ধ্যেই ব্যস্থতম সড়কের ময়লা অপসারণ শেষ করেন তারা। আজ র‌বিবার (২২ আগস্ট) সকা‌লেও তারা কাজ করেছেন। ফ‌লে ময়লার স্তুপ অনেকটাই ক‌মে এসে‌ছে।

ইউএনওর বাসভব‌নে হামলার পর থে‌কে নগরীর ময়লা অপসরণ বন্ধ ছিল। মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে নগরীর বর্জ্য অপসারণ কাজ বন্ধ রাখেন পরিচ্ছন্নতাকর্মীরা। ফলে নগরীর বিভিন্ন অলিগলি, কাঁচা বাজারের পাশে জমে থাকা ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। এতে পরিবেশ দূষণের আশঙ্কা দেখা দেয়। এ নি‌য়ে গণমাধ্য‌মে সংবাদ প্রকা‌শিত হয়।

উদ্ভুত পরিস্থিতি নিরসনে গতকাল শনিবার সন্ধ্যার পর নগরীর কালীবাড়ি রোডের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন সাদিক আব্দুল্লাহ। এ সময় তিনি সাধারণ জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে পরিচ্ছন্নতাকর্মীদের কাজে ফেরার অনুরোধ জানান। এরপর নগরীর বর্জ্য অপসারণ ও পরিবহন কার্যক্রম শুরু করেন পরিচ্ছন্নতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *