প্রচ্ছদ

তালেবান তত্ত্বাবধায়ক সরকারে থাকছে উপজাতি ও নারীরা

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: আফগানিস্তানে অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা ভাবছে তালেবান। দেশের সব নৃগোষ্ঠী ও উপজাতি গোষ্ঠীর নেতাদের নিয়ে এ সরকার গঠন করা হবে। 

তালেবান নেতাদের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে একজন ‘আমির–উল মোমিনিন’ থাকবেন। ভবিষ্যৎ সরকার গঠন এবং মন্ত্রীদের মনোনয়নের বিষয়ে নীতিনির্ধারণী পরিষদ গঠিত হয়েছে। এছাড়া বেশকিছু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কে হবেন তা নিয়ে আলোচনা চলছে। এই সরকারে নতুন মুখ আসতে পারে। তাজিক ও উজবেক নেতাদের জায়গা হতে পারে তত্ত্বাবধায়ক সরকারে।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন সরকারে জায়গা হবে নারীদেরও। স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়সহ আরও কিছু সেক্টরে নারীদের অন্তর্ভুক্ত করার কথা ভাবছে তালেবান।

এদিকে সরকার গঠনের বিষয়ে আলাপ-আলোচনার জন্য তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার ও তালেবানের প্রতিষ্ঠাতা প্রয়াত মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব দেশটির রাজধানী কাবুলে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *