বিনোদনসর্বশেষ

ইত্যাদিতে বিদেশিদের কাজের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ: হানিফ সংকেত

বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: ‘মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সাথে যে আত্মীক বন্ধন তৈরি হয় তা কখনোই ভোলার নয়। তাছাড়া ওরা অপেশাদার হলেও অনেক পেশাদার শিল্পীর ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। যেহেতু দর্শকরা এই পর্বটি অনেক পছন্দ করেন, তাই আমরাও অনেক যত্ন নিয়ে এই পর্বটি করতে চেষ্টা করি। আশাকরি প্রতিবারের মতো এবারও এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।’

ইত্যাদিতে বিদেশিদের নিয়ে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত।

বিগত প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে বিদেশি নাগরিকদের নিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিত ইত্যাদিতে তুলে ধরছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। শুরুর দিকে বিষয়টি ১০/১২ জন বিদেশির মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে শতকের ঘরেও পৌঁছে যায়। আর এই বিদেশিদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের নানাপ্রান্তে।

বিদেশিদের নিয়ে তাদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হয় আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসঙ্গতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি। সেই ধারাবাহিকতা এবারের ঈদ ইত্যাদিতেও থাকছে।

এবারের পর্বে অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন, জাপান, কোরিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেনসহ বিভিন্ন দেশের নাগরিক। যারা এ দেশে বিভিন্ন দূতাবাস ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

মানুষের দৈনন্দিন জীবন এখন অনেকটা স্মার্টফোন নির্ভর। যার ছোঁয়া গ্রামীণ জনপদেও পৌঁছে গেছে। আর এই গ্রামীণ জনপদে ফোনের ব্যবহার ও অপব্যবহারের ওপর করা হয়েছে এবারের পর্ব। পাশাপাশি রয়েছে বিদেশিদের অংশগ্রহণে চিত্ত দোলানো নৃত্য।

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ইত্যাদির এই বিশেষ পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

এম/

আরো পড়ুন:

জন্মদিনের আগেই ‘নিখোঁজ’ আল্লু, ছাপানো হলো পোস্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *