প্রচ্ছদ

তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলনের অঙ্গীকার করলেন শি জিনপিং

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে ‘পুনর্মিলনের’ অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের বিপ্লবের ১১০তম বার্ষিকীর স্মরণে শনিবার বেইজিংয়ের গ্রেট হলে এ বক্তব্য দেন তিনি।

শি বলেন, চীনের পুনর্মিলনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল ‘তাইওয়ানের স্বাধীনতা’ বাহিনী।

তিনি আরও বলেন, ‘যারা তাদের ঐতিহ্য ভুলে যায়, মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং দেশকে বিভক্ত করার চেষ্টা করে তাদের কোনো লাভ হবে না।’ খবর সিএনএনের।

শি বলেন, তিনি এক দেশ দুই সিস্টেম নীতির অধীনে শান্তিপূর্ণ পুনর্মিলন দেখতে চান, যেমনটি হংকংয়ের ক্ষেত্রে হয়েছিল। সাধারণত তাইওয়ান এই সিস্টেমের বিরোধী।

তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই এ ভাষণ দিলেন চীনের প্রেসিডেন্ট। তিনি যোগ করেন, তাইওয়ানের সমস্যা চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এক্ষেত্রে ‘বাইরে থেকে কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না’।

তিনি বলেন, ‘জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনের জনগণের দৃঢ়  সংকল্পকে অবমূল্যায়ন করা উচিত নয়। চীনের সম্পূর্ণ পুনর্মিলনের বিষয়টি অবশ্যই অর্জন করতে হবে এবং তা অবশ্যই অর্জিত হবে।’

আরো পড়ুন:

চলতি বছর শেষেই বাইডেন-শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠক

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *