অর্থনীতি

তরুণরাই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তরুণরাই একদিন সফল এবং সার্থক মানুষ হিসাবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে মাতৃভূমিকে সারা বিশ্বে তুলে ধরবে।

তিনি বলেন, আজ সময় এসেছে তরুণদের স্বপ্ন দেখার এবং স্বপ্ন বাস্তবায়নের। ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’ প্রতিযোগিতায় বিজয়ীরাই একদিন গুগল, টেসলা, আমাজনের মত বিশাল কোম্পানি তৈরি করবে।

অর্থমন্ত্রী শনিবার (৩০ অক্টোবর) আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টিপারপাস অডিটোরিয়ামে তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প’ আয়োজিত ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২১’ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান।

আরও পড়ুন:

আবারও জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *