আইন আদালত

ঢাবি শিক্ষার্থী মেঘলার মৃত্যু : স্বামী আরও ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় স্বামী ইফতেখারকে আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

আদালতের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রোববার বনানী থানার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. সালাউদ্দিন ৩ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে আবারও তার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত ইফতেখারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

জানা যায়, ১৪ ডিসেম্বর বিকেল রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান ইলমা চৌধুরী মেঘলা। ইলমাকে প্রথমে গুলশান ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

এ সময় মেঘলার পরিবার এটিকে হত্যা বলে দাবি করে। অপরদিকে মেঘলার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন বলছেন তিনি আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় মেঘলার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে স্বামী, শশুড় ও শাশুড়িকে আসামি করে বনানী থানায় একটি হত্যা মামলাটি দায়ের করেন।

মেঘলা চৌধুরী ইলমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী। তার স্বামী ইফতেখার আবেদিন কানাডা প্রবাসী।

আরো পড়ুন:

সুপ্রিম কোর্ট দিবস আজ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *