নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনা মহামারির শুরু থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যাবলির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের ৪ শিক্ষার্থী। তারা হলেন- এম.ফিল. শিক্ষার্থী মোঃ রফিকুল ইসলাম সবুজ, স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ তানভীর হাসান সৈকত, স্নাতক শিক্ষার্থী অপূর্ব চক্রবর্তী ও দীপম সাহা।
গত ২৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামান ছাত্রদের এই মহামারিকালের অবদান উল্লেখ করে বলেন, ‘বিশ্বব্যাপী চলমান করোনা মহামারি প্রকোপের সময় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষার্থী মোঃ তানভীর হাসান সৈকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে অসহায় দরিদ্র মানুষকে দু’বেলা আহারের ব্যবস্থা এবং সিলেট অঞ্চলের বন্যা দুর্গতদের সাথে অবস্থান করে খাদ্য, চিকিৎসা এবং অন্যান্য ত্রাণ সেবা প্রদান করেন। তার এই অবদানের জন্য World Humanitarian Day-তে জাতিসংঘ তাকে Real Life Hero হিসেবে আখ্যায়িত করে।
এম.ফিল. শিক্ষার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ করোনা মহামারি চলাকালীন জয় বাংলা অক্সিজেন সেবার ব্যানারে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে করোনা আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করেছেন।
স্নাতক অষ্টম সেমিস্টারের অপূর্ব চক্রবর্তী এবং স্নাতক ষষ্ঠ সেমিস্টারের দীপম সাহা বিশ্বব্যাপী করোনা মহামারির বাস্তবতায় বঙ্গবন্ধু আনন্দ আশ্রম সেবা সংগঠন প্রতিষ্ঠা করে বাংলাদেশের বিভিন্ন বৃদ্ধাশ্রমে পরিভ্রমণ করে করোনা প্রতিরোধক বিভিন্ন উপকরণ বিতরণসহ অসহায় বৃদ্ধদের সাথে গল্প, কবিতা, গান এবং সৌহার্দ্যপূর্ণ সময় অতিবাহনের মাধ্যমে মানবিক সঙ্গ প্রদান করছেন।
- আইনি মোকাবিলার পাশাপাশি প্রয়োজনে আন্দোলন: সংবাদ সম্মেলনে সাঈদ খোকন
- নিতে হবে বাড়তি সতর্কতা || চলছে মৌসুমী জ্বরের মৌসুম