নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মেফতাউল আলম সিয়াম। তার রোল নম্বর ৫০৬১৫। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ছিলেন।
আজ শুক্রবার বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ugadmission.buet.ac.bd এই ফল প্রকাশিত হয়। এর আগে সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায়ও প্রথম স্থান অধিকার করেন। সেই সঙ্গে তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেন তিনি।
এ ছাড়া চলতি বছরের মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৫৯তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন সিয়াম।
তথ্যমতে, এ বছর বুয়েট ভর্তি পরীক্ষায় প্রিলিমিনারিতে অংশ নেন ২৪ হাজার শিক্ষার্থী। সেখান থেকে বাছাইকৃত ৬ হাজার শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে আর্কিটেকচার বিভাগসহ ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী সুযোগ পাবেন বুয়েটে পড়ার।
আরো পড়ুন: