শিক্ষা ও সাহিত্য

ঢাবির নতুন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীর কুমার সরকার। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এই নিয়োগ দিয়েছেন। এছাড়া একইদিনে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ভারপ্রাপ্ত হিসাব পরিচালকও নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে প্রবীর কুমার সরকার এবং ভারপ্রাপ্ত হিসাব পরিচালক হিসেবে মো. সোহরাব হোসেনকে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, প্রবীর কুমার সরকার উপাচার্যের সচিব (ডেপুটি রেজিস্ট্রার) হিসেবে এবং মো. সোহরাব হোসেন হিসাব পরিচালকের অফিসে উপ-হিসাব পরিচালক (সিস্টেমস এনালিষ্ট) হিসেবে কর্মরত ছিলেন।

প্রবীর কুমার সরকার ১৯৮৪-৮৫ সেশনে বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগে ভর্তি হন। ১৯৮৫ এর ১৫ অক্টোবর জগন্নাথ হলে ছাদ ধসে অনেক ছাত্র মারা গিয়েছিলেন। তিনি সে সময় আহত হয়েছিলেন, ভাগ্যক্রমে বেঁচে যান।

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীর কুমার সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে পদোন্নতি পাওয়ায় তাকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মলয় সাহা মঙ্গলবার এক বিবৃতিতে এই অভিনন্দন জানান। ঢাবির বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদকে মঙ্গলবার নিয়োগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *