Select Page

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে ৩১ মার্চ, যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ মে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট থেকে জানা যায়, গত ৩১ মার্চ থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। ভর্তিচ্ছুরা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি ১৮ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত জমা দেওয়া যাবে।

ওয়েবসাইট থেকে আরও জানা যায়, আগামী ৫ মে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত আইবিএর বিবিএ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে ২৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আইবিএ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

এদিকে আগামী ২৯ এপ্রিল ঢাবিতে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হবে। এরপর ৬ মে কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট ও ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এম/

আরো পড়ুন:

আগাম জামিন চেয়েছেন প্রথম আলো সম্পাদক