খেলাধুলা

ঢাকা সফর করা ৯ ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: প্রথম সারির ৫ তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে এসে নাকানি-চুবানি খেয়ে গেছে অস্ট্রেলিয়া। রীতিমতো লজ্জার রেকর্ড গড়ে হেরেছেন অসিরা।

ধারণা করা হচ্ছিল— এমন পরাজয়ের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ম্যাথিউ ওয়েডের দলের বেশিরভাগ খেলোয়াড়ই জায়গা পাবেন না।

কিন্তু সবাইকে অবাক করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাংলাদেশে আসা দলটির ৯ ক্রিকেটারকে রেখে বিশ্বকাপ দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন— মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড ও মিচেল সুয়েপসন।

আর দলের সেরা চার তারকা স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স তো আছেনই।

চমক হিসেবে স্কোয়াডে ঢুকে পড়েছেন আন্তর্জাতিকে অনভিষক্ত এক খেলোয়াড়।  তার নাম জশ ইংলিশ।

সবশেষ ভাইটালিটি ব্লাস্টে ৪৮.২৭ গড়ে দুই সেঞ্চুরির সাহায্যে ৫৩১ রান করে নির্বাচকদের নজরে পড়েন এই টপঅর্ডার ব্যাটসম্যান। হয়তো বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিকে অভিষেক ঘটছে জস ইংলিশের।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স (সহঅধিনায়ক), মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন ও জশ ইংলিশ।

রিজার্ভ: ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *