ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় ১০৯ নম্বর কেবিনে আগুন লেগেছে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ১৭ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেলে ঘটনাস্থলে দ্রুত ছুঁটে যাই। পরে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।
গত বছরের ১৭ মার্চ ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লাগে। তখন রোগীদের স্থানান্তরের সময় তিনজনের মৃত্যু হয়।