ঢাকা মেট্রোরেলের নতুন বগি মংলা বন্দরে
ঢাকা মেট্রোরেলের নতুন বগি মংলা বন্দরে এবং আরেকটি চালান ২০২২ সালের জানুয়ারিতে পৌঁছানোর কথা।দেশের প্রথম মেট্রো রেল সার্ভিসের আটটি কোচ ও চারটি লোকোমোটিভের আরেকটি চালান জাপান থেকে মংলা বন্দরে এসেছে।
হারবার মাস্টার শেখ ফখর উদ্দিন ইউএনবিকে জানান, আটটি কোচ ও চারটি ইঞ্জিন বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক মঙ্গলবার বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। “আজ বিকেলে আনলোডিং প্রক্রিয়া শুরু হবে।”
এসপিএম ব্যাংককের স্থানীয় শিপিং এজেন্ট প্রাচীন স্টিমশিপ লিমিটেডের ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, আগামী মাসে আরেকটি চালান আসার কথা রয়েছে।
তিনি আরো বলেন, ২০২২ সালের মধ্যে বাংলাদেশে আরো ৯০টি বগি ও লোকোমোটিভ আসবে। এর আগে ৪৮টি বগি নিয়ে ছয়টি জাহাজ মংলা বন্দরে এসেছে।
২৯শে আগস্ট বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন সার্ভিসের একটি পরীক্ষা চালানো হয়। দেশের প্রথম মেট্রো রেল ব্যবস্থা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৬, ২১,৯৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বলে জানা গিয়েছে।