ঢাকা মাতালেন র্যাপার বাদশা
এবার ঢাকা মাতালেন র্যাপার বাদশা! বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা।
একের পর এক গান করে জিতে নিয়েছেন ভক্তদের মন। সবশেষ ‘বড় লোকের বেটি লো’ গান গেয়ে বাংলাদেশেও পেয়েছেন বেশ পরিচিতি।
এবার সেই বাদশা এসেছিল বাংলাদেশে। অবিশ্বাস্য হলেও সত্যি যে জনপ্রিয় এই র্যাপার তারকা এসেছিলেন বাংলাদেশে। ঢাকার এক ব্যবসায়ী পরিবারের গায়ে হলুদের আসর মাতিয়েছেন তিনি। এমন তথ্যই প্রকাশ করেছে ভেরিফাইড ফেসবুক পেজ ‘দ্য ফ্রন্ট পেইজ’।
রোববার (০২ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে ওই গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে এক ঘণ্টার বেশি সময় অতিথিদের গান শুনিয়েছেন বাদশা। তার গানে নেচেছেন অতিথিরা।
জানা যায়, বাদশা ছাড়াও সেই হলুদের আসরে ছিল আরও তিন বলিউড সংগীত তারকা। তারা হলেন প্রকৃতি কাক্কার, সুকৃতি কাক্কার ও আস্থা গিল। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বাদশা কোনো বিবৃতি প্রকাশ করেনি।
মঞ্চে বা শোবিজে সবাই তাকে ‘বাদশা’ নামে জানলেও তার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোডিয়া। তিনি একই সঙ্গে র্যাপ সংগীত সুরকার ও গায়ক। তিনি হিন্দি, হরিয়ানা ও পাঞ্জাবী গানের জন্য বেশ পরিচিত।