ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীন ড. কুদরাত-ই-খুদা হোস্টেলের একটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।
- পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীকে এসএসসি/এইচএসসি/সমমানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫.০০–এর স্কেলে ন্যূনতম ৩.০০ এবং সিজিপিএ ৪–এর স্কেলে ন্যূনতম ২.৭৫ সিজিপিএসহ স্নাতক পাস হতে হবে। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা - আবেদন যেভাবে
সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে।আবেদন ফি: ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরিচালকের অনুকূলে ৩০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করার পর রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
- আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ওয়ার্ডেন, ড. কুদরাত-ই-খুদা হোস্টেল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ ২০২২